সিদ্ধিরগঞ্জে মরহুম হাজী আলতাফ হোসেন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম এইচ মনির হোসেনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধনায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্ট মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জে ছাপাখানা এলাকার পার্শ্ববর্তী একটি মাঠে অনুষ্ঠিত হয়।
এতে রানা স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে ফকিরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। পুরো ম্যাচ জ্ুেড় ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রানা স্পোর্টিংয়ের ইকবাল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক হোসেন চিশতী সিপলু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুগন্ধা হাসপাতালের চেয়ারম্যান হাজী মোঃ কবির হোসেন, ব্যবসায়ী মোঃ সেলিম আহমেদ, মেসার্স শাহী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহিন মুন্সী, বাংলাদেশ বুলেটিন ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ সুমন মাহমুদ দিহান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য দৈনিক সময়ের নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক কামরুল হাসান, অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এস কে শাওন, বিডি ২৪ লাইভ এর মেহেদী হাসান সৈকত, বাংলাদেশ কণ্ঠের রাশেদুল ইসলাম রাজু ও দৈনিক বাংলাদেশ সমাচারের ফারুক হোসেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি প্রথম সেমিফাইনালে টেকপাড়া স্পোর্টিং ক্লাব ০-১ গোলে আজিবপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে।