মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির উদ্যোগে মিলাদ, দোয়া ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশিদ।
প্রধান অতিথি বলেন, এই এলাকায় এক সময় শিক্ষা কী, তা এখানকার মানুষ বুঝতোনা। আজ প্রায় ৭’শ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। আমরা এখানে শিক্ষার আলো দেখতে পাচ্ছি। ম্যানেজিং কমিটি তাদের সত্যিকার গুণাবলি দিয়ে কাজ করলে আরো উন্নতি হবে।
এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো সুন্দর অবস্থানে নিয়ে যেতে হবে। এতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
সকলের সহযোগিতা কামনা করে বিদ্যালয়ের নবগঠিত সভাপতি অধ্যাপক মোঃ শওকত আকবর বলেন, আমরা অল্প সময়ে দৃশ্যমান কিছু দেখতে চাই। সকলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই।
বিল্লাল হোসেন জনি এবং মঞ্জুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম.এ সালাম, অগ্রণী ব্যাংকের সাবেক এসপিও মাহমুদুল হক খোকন, শিক্ষানুরাগী রিয়াজুল হক রিয়াজ, মোঃ আজিজুল হক আজিজ, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম মোতালিব, সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল হোসেন, হাজ্বী আনোয়ার আলী প্রধান, নার্গিস রশিদ, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, শামসুজ্জোহা এমবি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান শুভ প্রমূখ।