সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় আদমজী এ্যাকটিভ হাই স্কুলে নতুন বছরে বই বিতরণ উৎসব হয়েছে। এসময় বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি। এ সময় স্কুলের প্রধান শিক্ষক জাবের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, আদমজী ইপিজেডের ব্যবসায়ি আল মামুনুর রশিদ প্রমুখ।