মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। বহু রক্ত ও অশ্রুর বিনিময়ে পাওয়া এ বিজয়।১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের এই দিনটিতে বাংলাদেশ নামে নতুন এক দেশ পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। সেই বাংলাদেশ আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় জন্মভূমি। স্বাধীনতা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। কিন্তু বিজয়ের ৫০তম বছরে এসেও আমরা যদি সাম্য, মানবিক মর্যাদাও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হই তাহলে জনগণ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়রপ্রার্থী জননেতা মুফতি মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলমসহ নগর নেতৃবৃন্দ।