নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১০দিন পর শিশু জিসান (৭)’র অর্ধ গলিত লাশ বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার জামপুর ইউনিয়ন মরিষটেক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু জিসান বি আর স্পিনিং লিমিটেড কোম্পানির মালি ইলিয়াস শেখের ছেলে।
আরো পড়ুন :করোনায় নারায়ণগঞ্জে আরও ৩১ জন আক্রান্ত
নিহত জিসানের স্বজনরা জানান, গত ১ ডিসেম্বর থেকে জিসান নিখোঁজ হওয়ার পর থানায় নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের ১০ দিন পর পাশের বাড়ীর একটি রান্না ঘড় থেকে জিসানের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেন পুলিশ। খবর পেয়ে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ খোরশেদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ও তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ জানান, বি আর স্পিনিং লিমিটেড কোম্পানিতে মালি হিসেবে কাজ করি। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছেন তা জানি না। তবে আমার ছেলে হত্যার বিচার দাবী করছি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছেন।