সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে আনোয়ার (৩০) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে মনির নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ ডিসেম্বর) দিাবগত রাতে সাইলো গেইট বটতলা এলাকায়। এ ঘটনায় রোববার (১৩ ডিসেম্বর) তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
আনোয়ার সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মৃত ইসমাঈল খানের ছেলে। অভিযুক্ত পুলিশ সদস্য মনির মৃত মান্নানের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য মনির, মৃত ওহাবের ছেলে মো: মিজন ও হারুন মুন্সির ছেলে আতিকুর রহমান নান্নুকে আসামি করে এসআই সুমন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুন :সিদ্ধিরগঞ্জে ৯ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সুমন এসে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় কমিউনিটি পুলিশের ওয়ার্ড সভাপতি কবির হোসেন জানায়, সাইলো এলাকায় নিজস্ব বাড়িতে থাকেন মনির নামে একজন পুলিশ সদস্য। তিনি পুলিশ পরিচয়ে এলাকায় দাপট দেখিয়ে চলেন। তবে তিনি কোথায় কর্মরত তা আমরা স্থানীয়রা জানিনা। মধ্যরাতে আনোয়ার নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে শুনেছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য মনির জানায়, তিনি টুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ঢাকা। আনোয়ার তার দোকানের পিছন থেকে তার চুরি করেছে। সে এলাকার নামকরা চোর। এর বেশি কথা বলেননি তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, মনির আদৌ পুলিশ সদস্য কি না তার খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।