সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে ক্ষত-বিক্ষত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪২/৪৩ বছর হবে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের চেহারা কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা।
আরো পড়ুন :ফতুল্লায় আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ
ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জনোরেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, বুধবার রাতের কোন নএক সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ওই ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। এবং লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।