নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাবো এলাকায় সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মারুফ ভুইয়া, ইকবাল ও তার ভাই মকবুল হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে জুয়েল, নিশাত ও ফয়সালসহ অজ্ঞাত ৮/১০ জন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইকবাল হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের সূত্র থেকে জানা যায়, মারুফ ভুইয়া, ইকবাল ও তার ভাই মকবুল হোসেন গত ১০ বছর ধরে বালুর ব্যবসা করে আসছে। সোমবার ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার সময় আতলাশপুর এলাকার এমারত হোসেনের ছেলে আওয়ামীলীগ সন্ত্রাসী জুয়েল, ফারুক হোসেনের ছেলে নিশাত, আমজাদ হোসেনের ছেলে ফয়সালসহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বালু উত্তেলনের যন্ত্রপাতি ভাংচুর শুরু করে। পরে সন্ত্রাসীরা ব্যবসায়ী মকবুল হোসেনকে হত্যার হুমকি দেয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।