নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীদেরকে নির্যাতন থেকে রক্ষার লক্ষ্যে নারীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর এলাকায় ‘ চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও এ্যাকশন এইড বাংলাদেশ’ এর উদ্যোগে নারীদের আত্মরক্ষার এই কৌশল প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদির, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা নুরজাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।