করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধান না করায় আবারো নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৬ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান, মো. ওয়াহিদ হোসেন ও মোহাম্মদ তারেক হাওলাদারের যৌথ নেতৃত্বে সচেতনামূলক ওই অভিযানটি পরিচালনা করা হয়।
আরো পড়ুন :মাস্ক না পরায় চাষাড়া শহীদ মিনারে ফের জরিমানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান জানান, ‘অভিযানে মাস্ক পরিধান না করায় ৬ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই কিশোরকে (১৮ বছরের নিচে) জরিমানা না করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।’
এরআগে ১ ডিসেম্বর একই স্থানে ২০ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় মাস্ক না পরার অপরাধে।