নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড ছাত্র সমাজের কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার মদনগঞ্জ বাজার এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্র সমাজের সভাপতি সাহাদাত হোসেন রুপু বলেন, আমাদের প্রানের সংগঠন ছাত্র সমাজকে এগিয়ে নিতে আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের উদ্যোগ গ্রহন নিয়েছি। এবং কমিটি গঠনের ক্ষেত্রে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ১৯ নং ওয়ার্ড ছাত্র সমাজ কমিটি গঠনের মধ্য দিয়ে এই ওয়ার্ডে জাতয়ি পার্টি আরো বেশী শক্তিশারী হবে বলে আমরা মনে করছি।
১৯ নং ওয়ার্ড ছাত্র সমাজের আহবায়ক সাজ্জাদুল রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক রবিউল আউয়াল, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, বন্দর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নয়ন সরদার, একই কমিটির সদস্য সচিব পারভেজ আহাম্মেদ, সদর উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক আবু সায়েম অনিক, একই কমিটির অপর যুগ্ম সম্পাদক সাফা আহাম্মেদ সিহাাব প্রমুখ।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সাহাদাত হোসেন নিশাত, ছাত্র সমাজ নেতা ইমতিয়াজ আহাম্মেদ, জুনায়েত হাসান তাফছির, তাফছির পাটুয়ারী, জাহিদ, রাব্বি, মাজিদুর রহমান সিফাত, রাব্বী, মাহামুদ, হৃদয় ও মিরাজ প্রমুখ।