1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৮:১১ পূর্বাহ্ন

বন্দরে স্ত্রী সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস :
  • বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ১২৪
আড়াইহাজারে মায়ের সাথে অভিমান, কিশোরীর আত্মহত্যা

বন্দরে স্ত্রীর সাথে অভিমান করে নাছির (৩৫) নামে এক মাদকাসক্ত স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় বন্দর থানার ১৯নং ওয়াডস্থ মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায়। আত্মহত্যাকারী নাছির বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার মৃত ইয়াজুল হকের ছেলে।

খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মোশারফ হোসেনসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি বড় ভাই আবু মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে।

এলাকাবাসী জানিয়েছে, নাছির মাদকাসক্ত ছিল। নেশা সেবনের টাকার জন্য প্রায় সময় তার ২য় স্ত্রী ফাতেমা বেগমের সাথে ঝগড়া হয়। এ কারণে গত ৭ মাস পূর্বে ফাতেমা বেগম মাদকাসক্ত স্বামীর উপর অভিমান করে তার পিতার বাড়ীতে চলে যায়। গত বুধবার দুপুরে নাছির তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে। পরে এক পর্যায়ে মাদকাসক্ত স্বামী নাছির বাড়ীতে এসে নিজ ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart