বন্দরে বৃষ্টি আক্তার (১৪) অপহরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর শনিবার দুপুরে অপহৃতা স্কুল ছাত্রীর মা মিনু বেগম বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
জানা গেছে, বন্দর থানার রাজবাড়ী এলাকার হালিম মিয়ার মেয়ে বৃষ্টি আক্তার নারায়ণগঞ্জ শহরের মাসদাইরস্থ রোকেয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে বাসায় রেখে তার পিতা মাতা প্রয়োজনীয় কাজে নারায়ণগঞ্জে যায়। ওই সুযোগে বন্দর রেললাইন কলাবাগ এলাকার বখাটে সিবু উক্ত স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে ওই দিন সন্ধ্যায় স্কুল ছাত্রীর পিতা/মাতা বাড়ী ফিরে দেখে তার মেয়ে বাড়ীতে নেই। অনেক খোঁজাখুজি করেও স্কুল ছাত্রী কোন সন্ধান পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা জানায়, প্রেমের সূত্রধরে ধরে পিতা-মাতার অগোচের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে স্কুল ছাত্রী বৃষ্টি আক্তার।
ওদিকে বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।