নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে পুকুর থেকে শিশু আরাফাতের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) নিহত স্কুল ছাত্রের মা রিনজু আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্কুল ছাত্র আরাফাত নিহতের ঘটনায় হত্যাকারিদের বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানববন্ধনে অংশ নিয়ে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী এমএ ছালাম বলেন, রফিকুল ইসলাম মনা মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার ছেলে আরাফাতকে অপহরণের পর বাড়ির পাশে পুকুর লাশ ফেলে রাখার বিষয়টি মেনে নিতে পারছিনা। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, উপজেলার লাউসার গ্রামের মদনপুর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম মনা’র ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাত গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে বিজয় দিবস উপলক্ষে বাড়ি পাশেই কনসার্ট অনুষ্ঠানে যাওয়ার জন্য আরাফাত বাড়ি থেকে বের হয়। কনসার্ট থেকে ওই রাতে বাড়িতে ফিরে নাই। শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসী। মাথা থেঁতলে ও শরীরের ইটের আঘাত করে লাশ পুকুরে ফেলে খুনিরা। পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে নির্মম ভাবে হত্যা করে প্রতিপক্ষ।