বন্দরে ডাকাতি মামলার আসামী রুজেলসহ বিভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার মাহমুদনগর এলাকার মোতালেব মিয়ার ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী রুবেল (২৮) একই থানার মুখফুলদী এরাকার মৃত ওয়াজউদ্দিন মিয়ার ছেলে বুলবুল (৪০) ও একরামপুর এলাকার বাবু লালের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সেন্টু লাল (৩৬)।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার ((৯ ডিসেম্বর)) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।