বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ৪০০ গ্রাম গাঁজাসহ বানু বেগম (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ধামগড় ইউনিয়নের জনৈক হানিফ মিয়ার মুদিদোকানের সামনে গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বানু বেগম বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনের বাড়ী এলাকার মোস্তফা মিয়ার স্ত্রী।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে তাকেমাদক আদালতে প্রেরণ করেছে পুলিশ।