মহান বিজয় দিবস ও বন্দর নূরপুর সমাজ কল্যান পরিষদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে পুরান বন্দর নূরপুর সমাজ কল্যান পরিষদের মাঠ সংলগ্ন এলাকায় উ উপলক্ষে বর্ষপূর্তি পালন করা হয়। নূরপুর সমাজ কল্যান পরিষদের সভাপতি সেকান্দর হোসেনের সভাপতিত্বে এ্যাডঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ,বন্দর থানা আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান,বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ রতন সরকার,মোঃ মাকসুদ হাসান,মোঃ আরিফুল ইসলাম হিরা,মোঃ সানি, মোঃ আজিজুল হক, যুবলীগ নেতা আকিব হাসান রাজর সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন শামিম, রোমান, রাসেল, ইসলাম, জব্বার, মারুফ, সুফিয়ান, হিরন, মেহেদি প্রমুখ।