নারায়ণগঞ্জের বন্দরে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শামছুন নাহার (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াই টায় বন্দর থানার মদনপুর পশ্চিমপাড়াস্থ মহিলা মাদক ব্যবসায়ী বসত বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্মক মোশারফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তার মহিলা মাদক ব্যবসায়ী শামছুন নাহার বেগম বন্দর থানার মদনপুর পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেন মিয়ার স্ত্রী বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় ৩০ ডিসেম্বর বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।