কুষ্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন :রূপগঞ্জে অপরাধ দমনে মতবিনিময় সভা
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আলী সিকদার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক, উপজেলা যুবলীগের সহসম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক, অাওয়ামীলীগ নেতা লোকমান হোসেন ভান্ডারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।