নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত আসামি রোজিনা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন :মেয়র আইভীর বিরুদ্ধে অনশন
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০০৩ সালের ২৪ অক্টোবর গভীর রাতে স্বামী কাচামাল ব্যবসায়ী সিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী রোজিনা আক্তার। তারা ফতুল্লার চিতাশালের নূরবাগ এলাকায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এই মামলার রায়ে আসামিকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেছেন আদালত।