নারায়ণগঞ্জে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন।
পরে মোমশিখা প্রজ্জ্বলন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সদর উপজেলা নির্বাহি অফিসার নাহিদা বারিক ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
একই সময় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে, মোমশিখা প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নের্তৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা। পরে সাংস্কৃতিক কর্মীরা মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।