প্রাণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১৬ জন, সদরে ৬ জন, সোনারগাঁয়ে ৫ জন, রূপগঞ্জে ৮ জন ও আড়াইহাজারে ১ জন । এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৬৫ জনে। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ১৫০ জনেই আছে।
মোট সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৬৩৫ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬০ হাজার ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩১ জনের।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৬ জন।
আরো পড়ুন :বন্দরে একই পরিবারের ৩জনসহ গ্রেপ্তার ৪
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ১৩৩ জন। সদর উপজেলায় মারা গেছেন ৩০ জন ও আক্রান্ত ১ হাজার ৭৯৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪০১ জন ও মারা গেছেন ৬ জন, আড়াইহাজারে আক্রান্ত ৬৭০ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৭৬৫ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫০২ জন ও মারা গেছেন ১২ জন ।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।