নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত মাদক ব্যবসায়ী পিয়াস আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলা দুপ্তারা ইউনিয়নের গির্দা নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াস ওই গ্রামের মৃত মোমেন মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) সজিব জানান, পিয়াস তালিকা ভুক্ত মাদক ব্যবসাযী। দীর্ঘ দিন ধরে সে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে তাকে গির্দা নতুন বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে ৩৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, তার নামে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।