নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুককে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে ডিএমপির খিলগাঁও থানার ওসি মোঃ মশিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ((ক-সার্কেল)) মেহেদী ইমরান সিদ্দিকী।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা রাতে নতুন ওসি থানার চার্জ বুঝে নিয়েছেন বিদায়ী ওসি কামরুল ফারুক এর কাছ থেকে।
কামরুল ফারুক জানান, তিনি তিনি স্বেচ্ছায় বদলী হওয়ার জন্য গত ১৫ দিন আগে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে তার বদলীর অর্ডার হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দায়িত্ব পালন শেষে গত বছর সিদ্ধিরগঞ্জ থানায় যোগ দেন ওসি কামরুল ফারুক।
ওদিকে ওসি মশিউর রহমান ২০১৭ সালের সেপ্টম্বরের দ্বিতীয় সপ্তাহে খিলগাঁও থানায় যোগ দেন।