নারায়ণগঞ্জর রূপগঞ্জে রূপসী সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে ৫ চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে র্যাব-১১ একটি দল। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সোহান (২০), মোঃ রানা মিয়া (২৩), খোরশেদ আলম (৪৫), মোঃ ফয়সাল মিয়া (১৯) ও মোঃ লিয়ন ইসলাম (১৯)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার টাকা ও ২২টি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ মো: জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান। তিনি আরও জানান, উপস্থিত সাক্ষী ও ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রূপগঞ্জের রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালক ও হেলপারদেরদের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৬ হাজার টাকাসহ ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে অবৈধভাবে রূপগঞ্জের রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।