রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর ) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে ধর্ষক উপজেলার রূপসী কাহিনা এলাকার কবির হোসেনের ভাগিনা মারজুক রাসেল শোভন পলাতক রয়েছে। সে চাঁদপুর জেলার মাহবুর রহমানের ছেলে।
ধর্ষিতার দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত দুই বছর আগে বিয়ের প্রলোভনে শোভনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। তাদের প্রেমের সম্পর্কের সুত্র ধরে শোভন তার সাথে শারীরিক সম্পর্ক করতে কু-প্রস্তাব দেয়। শোভনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৪ নভেম্বর বুধবার সন্ধায় তাদের বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। এমনকি এ বিষয়ে আইনের আশ্রয় না নিতে তরুণীর পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে ধর্ষক শোভন ও তার মামা কবির হোসেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্ষিতা ও তার পরিবার।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।