রূপগঞ্জে বিদ্যুৎ লাইনে অবৈধ পদ্ধতি অবলম্বন করায় দুই গ্রাহককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহানের নেতৃত্বে গোলাকান্দাইল ও ভূলতা ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
অভিযানে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট গ্রামে একটি আবাসিক ভবনে হুক (আংটা) দিয়ে তার নিজ ঘর, ভাড়াটিয়া এবং এক আত্মীয়ের ঘরে বিদ্যুৎ সরবরাহ করে ৯.৮৭ (প্রায় দুই হাজার ওয়াট) অ্যাম্পিয়ার বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহারের অভিযোগে বিদ্যুৎ আইন সংশোধিত ২০১৮ এর ধারা বলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ভূলতা ইউনিয়নের মর্তুজাবাদ গ্রামের একটি আবাসিক ভবনে মিটারের সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধ সংয়োগের মাধ্যমে ৮.২০ অ্যাম্পিয়ার (প্রায় ১,৮০০ ওয়াট) বিদ্যুৎ ব্যবহার করায় মোবাইল কোর্ট বিদ্যুৎ আইন সংশোধিত ২০১৮ এর ৩৮ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও এ সময় এই অবৈধ সংযোগ দুইটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।