বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধায় উপজেলার ভুলতা-গাউছিয়া মার্কেটে যুবদলের কার্যালয় প্রাঙ্গনে এ সভা হয়। সভায় তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স, রেজাউল হক রেজাই, শামিম, কামাল হোসেন, নূর মোহাম্মদ নূরবক্স, বাতেন, মোস্তফা, ইয়াছিন, মোশারফ প্রমুখ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।