বন্দরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে বাদশা মোল্লা (৩৭) নামে এক ফটো চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনকান্দাস্থ হাবু মিয়ার অটো গ্যারেজে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত অটো চালক বাদশা মোল্লা বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ রমজান হাজীর মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, অটো চালক বাদশা মিয়া দীর্ঘদিন ধরে অটো ইজিবাইক চালিয়ে কোনমতে সংসার চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায় অটো চালক বাদশা মোল্লা দড়ি-সোনাকান্দাস্থ হাবু মিয়ার অটো গ্যারেজ থেকে চার্জে লাগা অবস্থায় অটো ইজিবাইক খুলার সময় হঠাৎ বিদুৎত পৃষ্ট হয়। পরে স্থানীয় জনতা অটোচালককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয়।