বন্দরে কিশোর গ্যাংয়ের ধাওয়ায় নদীতে পড়ে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ হাসান।
মামলার বাদী ও নিহত জিসানের বাবা কাজিম উদ্দিন জানান, রোববার (১ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আসামী মোক্তার, আহাম্মদ আলী, কাশেম, আনোয়ার হোসেন, ও শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার (২ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ূন কবিরের আদালতে আসামীদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। শুনানী শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১০ আগষ্ট সোমবার বিকেলে সাংবাদিকপুত্র জিসান ও তার বন্ধু মিহাদ কিশোরগ্যংয়ের দুই গ্রুপের সংঘাতের এক পর্যায়ে ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিহত হয়। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে নিহত জিসানের বাবা কাজিম উদ্দিন।