জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ বালিয়াগাও এলাকায় এ টুর্ণামেন্টোর শুভ উদ্ধোধন করা হয়।
আরো পড়ুন :বন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্ধোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে তোলে। যুব সমাজকে বেশী বেশী করে খেলাধূলা করতে হবে। এজন্য আমাদের বিভিন্ন পাড়া মহল্লায় বেশী বেশী করে খেলাধূলার আয়োজন করতে হবে। খেলাধূলাই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে। মাদক থেকে দূরে রাখতে।
কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদের সভাপতিত্বে টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, ফরাজিকান্দা এলাকার সমাজ সেবক ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, বালিয়াগাও এলাকার সমাজ সেবক খালিদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি প্রমুখ।