বন্দরে প্রেমে বাধা দেওয়ার জের ধরে বিষাক্ত ক্যামিকেল সেবন করে হাবিবা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এরআগে গত ১ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় টাইলর্স ওয়াশ সেবনের ঘটনাটি ঘটে। নিহত হাবিবা আক্তার শুভকরদী এলাকার জলিল মিয়ার মেয়ে ও নারায়ণগঞ্জ মহিলা কলেজের ছাত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার জলিল মিয়ার মেয়ে হাবিবা আক্তার বরিশাল এলাকার এক হত দরিদ্র ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর ধারাবাহিকতায় গত কদিন পূর্বে কলেজ ছাত্রী হাবিবা আক্তার প্রেমের টানে উক্ত প্রেমিকের কাছে চলে আসে। পরে খবর পেয়ে গত রোববার (১ নভেম্বর) বিকেল কলেজ ছাত্রী হাবিবার আক্তারের পিতামাতা সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে উক্ত কলেজ ছাত্রীকে জোর পূর্বক তাদের নিজ বাড়ীতে নিয়ে আসে। পরে ওই দিন সন্ধ্যায় কলেজ ছাত্রী হাবিবা পিতামাতার সাথে অভিমান করে টাইলর্স ওয়াশ সেবন করে। পরে প্রতিবেশীরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কলেজ ছাত্রীকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করে। পরে রোববার (২ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মিডর্ফোড হাসপাতালের মর্গে প্রেরণ করে। „