নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছেন,পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন এলাকায় একশ্রেনীর মানুষ নানা রকম অপকর্ম করে থাকে। নারায়ণগঞ্জে কোনো পুলিশ সোর্স থাকবে না। সোর্স পরিচয় দিয়ে যাতে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানী কেউ করতে না পারে সেজন্যই জেলার কোনো থানায় পুলিশ সোর্স থাকবে না।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন,ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিচ্ছুজ্জামান অনু,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মীর মোজাম্মেল আলী ও ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন,পুলিশের একার পক্ষে মাদক,সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব নয়। প্রতিটি এলাকার জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে নানা অন্যায় পুলিশ প্রতিহত করবে। যদি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জনগন সেবা না পায় তাহলে পুলিশ সুপারের কার্যালয় আপনাদের জন্য উন্মুক্ত। যখনই কোনো সমস্যায় পড়বেন পুলিশকে জানাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন,ফতুল্লার প্রতিটি ইউনিয়ন বিট পুলিশিংয়ের আওতায় রয়েছে। শীঘ্রই বিট পুলিশিংয়ের অফিসাররা তাদের কাজ প্রতিটি এলাকায় শুরু করবে। ইভটিজিং,সন্ত্রাসী,চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে জনগনের সাথে বিট পুলিশিংয়ের অফিসাররা কাজ করবে।
আরও পড়ুন