1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:৪০ পূর্বাহ্ন

তারাবো পৌরসভায় হাসিনা গাজীর পক্ষে গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস :
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৭৯
তারাবো পৌরসভায় হাসিনা গাজীর পক্ষে গণসংযোগ

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে আসন্ন তারা‌বো পৌরসভা নির্বাচন‌কে সাম‌নে রে‌খে মেয়র হাসিনা গাজীর পক্ষে নির্বাচনী গণসং‌যোগ ও পথ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৭ ন‌ভেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার আ‌ড়িয়া‌বো এলাকায় এ গণসং‌যোগ ও পথ সভার আ‌য়োজন ক‌রেন তারা‌বো পৌরসভা যুবলী‌গের যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান জাকা‌রিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আক্তার হো‌সেন শিকদার, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সহসম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলী‌গের সভাপ‌তি এনামুল ভুঁইয়া, যুবলীগ নেতা খায়রুল বাশার স্বপন, তৌ‌হিদুল ইসলাম এ‌মি, মামুন‌ মিয়া ও শওকত সাউদ, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি আব্দুল গাফ্ফার রা‌সেল, সাধারন সম্পাদক শাহাদাত হো‌সেন লি‌থেন, সাংগঠ‌নিক সম্পাদক জামাল সিকদার, তারাবো পৌরসভা ছাত্রলী‌গের সহসভাপ‌তি নাজমুল হাসান, তারাবো পৌরসভা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মামুন ভুঁইয়া, ছাত্রলীগ নেতা ফার‌দিন ভুঁইয়া, চন্দন ভুঁইয়া, আব্দুল ক‌রিম ভুঁইয়া দুলাল, নুর আলম ভুঁইয়া, কামরুল ইসলাম মোল্লা, আমিনুল ইসলাম মোল্লা, সুরুজ আলী ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা‌সেবক লীগ ও ছাত্রলী‌গের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

আরো পড়ুন :রূপগ‌ঞ্জে হাসিনা গাজী‌র উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ

পথ সভায় বক্তারা, তারা‌বো পৌরসভার উন্নয়‌নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজী‌কে পুনরায় মেয়র নির্বা‌চিত করা দাবী জানান।

এছাড়া, তারা‌বো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর বিএম আতিকুর রহমানকে পুনরায় কাউ‌ন্সিলর নির্বা‌চিত করার দাবী জানান বক্তারা।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart