নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর ব্যবস্থাপনায় ইউনিয়ন কার্যালয়ে দিনব্যাপী বিনামুল্যে ডায়বেটিক পরীক্ষা কর্মসুচি পালিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনর্সানের সহযোগিতায় আয়োজিত এ কর্মসুচিতে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ প্রায় ২ শতাধিক লোকের ডায়বেটিক পরীক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫এ২ এর রিজিওন চেয়ারম্যান (হেড কোয়ার্টার) আবদুস সালাম,সাধারন সম্পাদক ও যমুনা টেলিভেশনের ষ্টাফ করোসপন্ডেট আমির হুসাইন স্মিথ, রিজিউন চেয়ারম্যান (হেডকোয়ার্টার)লায়ন সামসুননাহার পিএমজেএফ, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আফজাল হোসেন পন্টি, কোষাধ্যক্ষ প্রনব রায়, লায়ন্স ক্লাব অব ঢাকা নিট কর্নসার্নের সেক্রেটারী লায়ন মিজানুর রহমান প্রমুখ।