আড়াইহাজারে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামে।
জানা গেছে, পাচঁগার চরপাড়া গ্রামের রিফাত মোল্লা ও মোফাজ্জল হোসেন একটি মটর সাইকেল দিয়ে খাগকান্দা এলাকায় যাওয়ার পথে রাত ১০টার দিকে চালাকচরে পৌঁছলে ৫/৬ জনের এক দল ছিনতাইকারীর দল তাদের মটর সাইকেলের গতিরোধ করে। পরে রিফাত মোল্লার নিকট থেকে ৮ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন এবং তার চাচাত ভাই মোফাজ্জলের নিকট থেকে ২ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। এই সময় বাধাঁ দিলে ছিনতাইকারীরা মোফাজ্জলকে কুপিয়ে ও রিফাতকে পিটিয়ে আহত করে। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজাহার ঘটনা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের চেস্টা চলছে। অপর দিকে খাগকান্দা ইউনিয়নের ডোমারচর বাজারে দোকানের টিন কেটে কবির ও সেলিমের দোকানে চুরির ঘটনা ঘটে।