আড়াইহাজারে পৃথক ডাকাতির ঘটনায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে। পুলিশ আলী হোসেন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০/১৫ জনের এক দল ডাকাত বড় বিনাইরচর গ্রামে হারুণ অর রশিদের বাড়িতে হানা দেয়। প্রথমে ডাকাত দল কেচি গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এই সময় বাড়ির লোকজনের চিৎকারে আশে-পাশের লোকজন বের হয়ে গেলে হারুণ অর রশিদের স্ত্রী রাবেয়া (৬০) ও তার ছেলে রাসেলকে (৪০) কুপিয়ে আহত করে ডাকাত দল পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরো পড়ুনআড়াইহাজারে প্রেমিকের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা
অপর দিকে রামচন্দ্রদী গ্রামে রাত ১২টায় একদল ডাকাত সাত্তারের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ আলী হোসেন (৪০) নামের একডাকাত গ্রেফতার করেছে।