1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:২০ অপরাহ্ন

আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত, আহত ২

নারায়ণগঞ্জ টাইমস :
  • রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৯৬
বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় আহত জেলে খুরশিদ আলম (৬৩) একদিন পর মারা গেছে। রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার সময় আহত দুইজন শাহজাহান ও তার ছেলে সিরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায়।

নিহতের পরিবার জানায়, শনিবার ভোরে খুরশিদ ও তার সঙ্গের আরো দুজন ছোট নৌকা দিয়া নদীতে মাছ ধরা শেষে এক পাশে রেখে খুরশিদ নামাজের জন্য ওযু করছিলেন। বাকীরা নৌকাতে বসা ছিলেন। তখন শিপন, আলামিন, সোহেল, ইকবাল ইসাকুল এই ৫ জনের মালিকানাধীন একটি মাছ ধরার বড় ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকায় থাকা ৩ জনই নদীতে পড়ে যান এবং খুরশিদের মাথায় চাপ লাগে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খাগকান্দা নৌ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা  সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.narayanganjtimes.com কর্তৃক সংরক্ষিত।
Customized By NewsSmart