নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি ৯তলা ভবনের চিলেকোঠা থেকে ৪ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- ইমতিয়াজুল হক স্বরূপ ওরফে বাবু, হামিম হোসেন, হাসিবুল হক রুমন ও শাহরিয়ার আল মামুন ওরফে সাগর।
আরো পড়ুনশুভ হত্যা মামলার আসামী না,গঞ্জ ডিবির হাতে গ্রেপ্তার
সোমবার (১৭ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাদের আটক করে।
ডিবির এসআই মো. মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমলাপাড়ার নয়তলা ভবনে অভিযান চালানো হয়। ভবনের বিভিন্ন ফ্ল্যাট তল্লাশীর এক পর্যায়ে ছাদের চিলেকোঠায় তাদের পাওয়া যায়। আটকের পর ৪ যুবকের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।
০