আগামী ১০ ডিসেম্বর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে উপজেলা নির্বাচন অফিসার।
এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন মাহামুদা আক্তার, মায়া আক্তার শিখা ও পান্না আক্তার।
উপজেলা নির্বাচন অফিস সূত্র্রমতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রির্টানিং অফিসার কর্তৃক মনোয়নপত্র বাছাই। ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এবং আগামী ১০ ডিসম্বের ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। উপ-নির্বাচনকে সামনে রেখে ৩টি ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক উৎসব আমেজ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনা আক্তার পলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে উক্ত সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যের পদ শূন্য হয়ে পড়ে।