সোনারগাঁয়ে রাকিব হোসেন (১৯) নামের এক যুবক গত ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই যুবকের পিতা নুর নবী মিয়া শনিবার (২৪ অক্টোবর) সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নুর নবী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের বাসিন্দা। তার ছেলে রাকিব হোসেন গত ১১ অক্টোবর বিকেলে বাড়ী থেকে কাউকে কিছু না বলে চলে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে ও স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। কোথাও খুঁজে না পেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেছেন।