নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নাসিক প্যানেল মেয়র ও কাউন্সিলর ৬নং ওয়ার্ড আলহাজ্ব মতিউর রহমান মতি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া ও বার্মাশীল এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ৩টি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী’র জন্য দোয়া কামনা করেন মতিউর রহমান মতি।
কাউন্সিলর মতিউর রহমান বলেন, ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা আমার দায়িত্ব। এ ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ জন্য আপনাদের সকল ওয়ার্ডবাসীর সহযোগিতা প্রয়োজন। শুধু উন্নয়ন নয়, এলাকার পরিবেশ ঠিক রাখতে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড ও যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এলাকাবাসী ভোট দিয়ে আমাকে জয়ী করেছে,তাই উন্নয়ন করতে পারছি। তিনি আরো বলেন উন্নয়ন কাজ যেন ভালো ভাবে হয় সেই দিকে আপনারা এলাকাবাসী খেয়াল রাখবেন। রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন, হাশমত এন্ড ব্রাদার্স এন্ড বিনিময় ট্রেডার্স জেবি’র প্রোপাইটর হাজী শফিকুল ইসলাম, ইয়ার হোসেন ভুঁইয়া ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মকর্তা হাজী মানিক মাষ্টার প্রমূখ।