সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চাপায় রোকসানা আক্তার (৩০) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায়। ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক চালক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় গার্মেন্টসের শিফট বদলের পর সকলের মতো বাড়ি ফিরছিল রোকসানা। রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বলেন, কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। নিহতের স্বজন ও তার ঠিকানা বের করার চেষ্টা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।