নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। সোমবার (১২ অক্টোবর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন বলেন, বর্তমানে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তার প্রমান সাংবাদিক ইলিয়াছ হত্যাকান্ড। বিভিন্ন সময়ই তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীদের হাতে অনেক সাংবাদিক হামলা, নিপিড়ন ও প্রাণ হারাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাংবাদিক ইলিয়াছকে হত্যা করা হয়েছে। পুলিশের তৎক্ষনাত ভূমিকায় ইতমধ্যে মূল আসামী তূষার গ্রেফতার হয়েছে। তবে তার সাথে আর কারা জড়িত এবং কারা এসব অপরাধীকে শেল্টার দেয়, সেগুলো খতিয়ে দেখা জরুরী। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সবকিছুর উর্ধ্বে থেকে যেন এ হত্যাকান্ডে জড়িতদের আইনেরে আওতায় আনা হয়। আমরা অপরাধীদের দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি। তাছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।