বন্দরে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফতুল্লা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন সিনিয়র সাংবাদিক পিয়ার চাঁন, রুহুল আমীন প্রধান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, আব্দুল আলিম লিটন, মনির হোসেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন,নারায়নগঞ্জ রির্পোর্টস ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল, মোখলেছুর রহমান তোতা, নজরুল ইসলাম সুজন,পম আজিজ, শাকিল আহমেদ ডিয়েল, জিএ রাজু, মো সেলিম হোসেন,নোঃ রাসেল, জনি, মুন্না, জাহাঙ্গীর ডালিম, শিশির, মনির, লিটন, রফিল্লাহ রিপন, সহ অন্যান সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন থেকে সাংবাদিক ইলিয়াস হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবী জানানো হয়।
প্রসঙ্গত গত ১১ অক্টোবর রাতে বাসায় যাওয়ার পথে উপজেলার আদমপুর এলাকায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সাংবাদিক ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ওই রাতে অভিযান চালিয়ে ঘাতক তুষারকে আটক করে পুলিশ। এসময় তার দেওয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরিও উদ্ধার করা হয়। পরে ভোরে জিওধরা এলাকায় অভিযান চালিয়ে মিন্নাত আলী ও মিসির আলীকে গ্রেপ্তার করে পুলিশ।