নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শামীম ওসমানের বন্ধুমহলের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোববর) সকালে ১৮নং ওয়ার্ডের নলুয়া ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসায় সকালে কোরআন খতম ও দোয়া, দুপুরে আমলাপাড়া মাদ্রাসায় কোনআন খতম এবং বাদ আসর চাষাড়া বালুর মাঠস্থ নুর মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া করানো হয়। এসময় লিপি ওসমানের জন্য মহান আল্লাহর দরবারে শোকরানা মোনাজাত করা হয়।
প্রসঙ্গত: বৃহস্পতিবার সালমা ওসমান লিপির শরীরে অস্ত্রপাচার করা হয় এবং সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।