1. admin@narayanganjtimes.com : ntimes :
  2. ahmedshawon75@gmail.com : ahmed shawon : ahmed shawon
বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ন

মেয়র আইভীর ছোট ভাই রিপন দোয়া চেয়েছেন

নারায়ণগঞ্জ টাইমস :
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ১২৯

প্রয়াত জননেতা আলী আহম্মদ চুনকার বড় ছেলে, সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির ছোট ভাই ও জেলা  সহসভাপতি আহম্মদ আলী রেজা রিপন স্ব-স্ত্রীক ভারতে চিকিৎসার জন্য অবস্থান করছেন। সেখানে চেন্নাই সিএমসি হসপিটালে স্ত্রী মিতা আহম্মদকে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।  তাঁরা কোলকাতা হয়ে চেন্নাই যান। গত ১০ অক্টোবর তাঁরা দেশ ত্যাগ করেন। সময় স্বল্পতার কারণে অনেকের কাছে দোয়া  ও বিদায় নিতে পারেননি।

তাঁদের আশু রোগীর মুক্তি কামনা ও সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। যেনো মহান আল্লাহর রহমতসহ রোগ মুক্তি দেন।

টেলিফোনে আহম্মদ আলী রেজা রিপন জানান, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেবেন চিকিৎসক। আমাদের জন্য নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

নিউজটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2018narayanganjtimes
Customized By NewsSmart