নারায়ণগঞ্জ সিটি করপারেশনের ১৮ নং ওয়ার্ডে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর সৈনিকলীগের সভাপতি আলহাজ্ব মকসুদুর রহমান জাবেদ। শনিবার ও রোববার রাতে তিনি নিতাইগঞ্জ কাচারি গলি, ঋষি পাড়া, দাশ পাড়া ও কদমতলির পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেন এবং কৌশল বিনিময় করেন। পরিদর্শনের সময় জাবেদের সাথে উপস্থিত ছিলেন, বন্ধু জুয়েল বিপ্লব সোহেল।