“বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই” শ্লোগানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কয়েকশত শিক্ষার্থী এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন অংশ নেন। সােনারগাঁয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ, নােয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ – নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্তারা, ধর্ষকের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও তারা দাবি করেন আইন সংশােধনের মাধ্যমে ধর্ষকের সৰ্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।