জানাযা শেষে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা মরহুমের মৃতদেহ তার জন্মস্থান কুমিল্লা জেলার মাধাইয়া নিয়ে বুধবার দিবাগত রাত ২টায় দাফন সম্পূর্ণ করেন। টিমে উপস্থিত ছিলেন হাফেজ শিব্বির, রানা মুজিব, আনোয়ার মাহমুদ বকুল, সাঈফী, হাফেজ রিয়াদ, আনোয়ার, সুমন, শহীদ, সাদ্দাম, রাহাত ও নাইম।
প্রসঙ্গত: মরহুম সোলাইমান চৌধুরীকে টিম খোরশেদের স্বেচ্ছাসেবক এম এম আর ফরহাদ বি পজিটিভ প্লাজমা ডোনেশন করেন।